রাসূলের প্রতি ভালোবাসা কবিতা।নবী প্রেমের কবিতা

নবী নিয়ে কিছু কথা

নবী ও নবুয়ত
নবী হলেন সেই ব্যক্তিত্ব, যিনি আল্লাহর পক্ষ থেকে ওহি (দিব্য জ্ঞান) লাভ করেন এবং মানবজাতিকে সঠিক পথের দিশা দেখান। ইসলামের বিশ্বাস অনুযায়ী, নবীগণ মানুষকে ঈমান, ন্যায়নীতি, সত্য ও ন্যায়ের শিক্ষা দেন এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করতে উৎসাহিত করেন।

নবীদের ভূমিকা

১. তাওহিদের প্রচার – নবীগণ মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছেন এবং শিরক থেকে দূরে থাকার উপদেশ দিয়েছেন।
২. নৈতিকতা ও সদাচারের শিক্ষা – তাঁরা মানবজাতিকে ন্যায়বিচার, দয়া, সহানুভূতি ও সততার শিক্ষা দিয়েছেন।
৩. আখিরাতের বার্তা – নবীগণ মানুষকে পরকালের বিষয়ে সচেতন করেছেন এবং জান্নাত-জাহান্নামের সংবাদ দিয়েছেন।
৪.শরীয়ত প্রতিষ্ঠা – কিছু নবীর মাধ্যমে আল্লাহ নতুন বিধান ও শরীয়ত পাঠিয়েছেন, যা সমাজের কল্যাণ নিশ্চিত করেছে।

ইসলামে নবীদের সংখ্যা

ইসলামী অনুযায়ী, আল্লাহ বহু নবী পাঠিয়েছেন। হাদিসে বলা হয়েছে, প্রায় ১,২৪,০০০ নবী পৃথিবীতে এসেছেন, তবে কুরআনে মাত্র ২৫ জন নবীর নাম উল্লেখ রয়েছে।

সর্বশেষ নবী

মুসলমানদের বিশ্বাস অনুযায়ী, হযরত মুহাম্মদ (সা.) শেষ নবী এবং তাঁর পর আর কোনো নবী আসবেন না। তাঁকে "খাতামুন নবিয়্যিন" বলা হয়, যার অর্থ "নবীদের শেষ মণি"।

নবীগণ মানবতার জন্য আলোর দিশারী ছিলেন এবং তাঁদের অনুসরণ করাই মানুষের মুক্তির পথ। প্রিয় পাঠকগণ আজকে আমরা নবীর প্রেমে সেরা কবিতাগুলো পড়বো।

নবীর প্রেমে জাগ্রত হোক 
মোঃ ছাইদুল ইসলাম ফার্মাসিস্ট 

যারে সৃষ্টি না করিলে 

এই দুনিয়া সৃষ্টি হতো না,

তুমি আলেম হয়ে 

এমন ভাষায় কথা বলো কেমনে। 

৪০ বছর আগে নাকি নবী ছিলেন না? 

এই কথা বলতে তোমার একটুও বুক কাপিলো না

আদম যখন মাটি ও পানিতে সৃষ্টি হয়নি 

নবী এর আগে থেকেই নবী। 

আগের ইসলামের গ্রন্থ গুলোতে 

তাওরাত,যাবুর ও ইঞ্জিল সব নবীর কথা বলে,

আসবে তিনি এই পৃথিবীতে শেষ নবী হয়ে !

রোজ হাশরের ময়দান, 

সকল নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি 

আমার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। 

আল্লাহপাক যখন বলে দিলেন 

সৃষ্টির আগেই নবী,

তাহলে তোমরা কেন নবী কে নিয়ে 

এত তাল বাহানা কর। 

মুসলিম হয়ে নবীর প্রেমে জাগ্রত হও ভাই 

নবীর শানে মানে ক্ষুন্ন করিও না ,

যতই আমল আখলাক থাক 

জান্নাত তোমার বন্ধ।

নবীর প্রেমে প্রেমিক যারা 

প্রেম খেলা খেল তারা,

নবীর প্রেমের জীবন দিলে 

জান্নাত মিলে।

নবীর আগমন
কবি:শিহাব সুমন


জাহিলিয়া যুগে মানুষ যখন 

পাপে অন্ধকারে ঘেরা,

সত্যনবী করলো আগমন!

আলোকিত হলো ধরা।

মানুষ যখন পাপে ডুবন্ত 

সত্যনবী আসলো ধারে,

কুরআন হাদিস সত্যদ্বারা

শিক্ষা দিলো প্রতি প্রাণে।

শিক্ষাদিলো পড়তে নামাজ 

শান্তি আসলো দেশে,

সকল মানুষ মানলো নেতা

নবীর প্রেমে ডুবলো সবে।

সত্য নবীর আইন কানুন 

সবাই নিলো মেনে,

নবীর আদেশ করলো পালন

দেশের মানুষ দলে।

সত্যনবী হযরত মুহাম্মদ সাঃ

করবো প্রেম নবীর শানে,

সত্যনবী ছাড়া নাই উপায়

রোজ কিয়ামত বিচার দিনে।


ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রানা হামিদ এর কবিতা -

নবীর প্রেমে উঠবে যারা জেগে

এসেছিল এক মহান মানব তপ্ত বালুকায় শীতল বর্ষা ছুঁয়ে 

হেসেছিল এক আলোর জ্যোতি মা আমিনার কোলে শুয়ে 

জগতের মাঝে ছিল হানাহানি ছিল অন্যায় অবিচার ভুল

ক্রোধ হিংসার জাহেলিয়া যুগে তিনিই ছিলেন সত্যের ফুল

তখন আল আমিন নামে সেই মরু কিশোরের বিশ্বাসি অন্তরে

বলে এক স্রষ্টার কথা যার ইশারায় চলে সবই তড়িৎ ও মন্থরে

দেখায় পূণ্যের পথ বলে সত্যর বাণী মন ঈমানে বলিয়ান

মক্কা নগরীর কিশোরের দল দেখেছে সে বালকের মহিয়ান

চাচা আবু তালিবের কাফেলার দলে ছায়া দিয়েছিল মেঘে

পেয়ে যাবে তারা নূরের আলো নবীর প্রেমে উঠবে যারা জেগে।

নবীর প্রেমে পাগল 
মোঃ জোবায়েরুল ইসলাম (জীবন) 

নবীর প্রেমে পাগল আমি 

ডাকি আপন মনে, 

দেখার আশে মনের দুয়ার 

খুলে তাহার সনে । 

কাতর স্বরে ডাকি আমি 

এই-না ভুবন তরে,

ডাকের সাড়া দিয়ে তুমি 

দাও না বুকটা ভরে  । 

হৃদয় মাঝে তুমি আমার 

সুখের অনল পাখি, 

তোমার মায়ায় ঝর্ণাধারা 

আমার দুটি আঁখি  । 

রাতজাগা সেই ঘরের কোণে 

তোমার প্রেমে মজি,

নিদ্রাপ্রহর আঁধার কেটে 

উঠে ভোরের শশী । 

নামের মাঝে মধুর সুধা 

ইচ্ছে মতো ডাকি,

স্বপ্নের ঘোরে দেখবো বলে 

তোমার ছবি আঁকি ।


নবীর প্রেমে মানুষ পথে
জালাল আহম্মদ 

নবীর প্রেমে জগত জুড়ে 

নামলো পথে মানুষ, 

তাকে কেহ কটুক্তি করলে 

মানবোনারে ফানুস।

ভরতের ঐ নুপুর শর্মা

করে নবীর অপমান,

ইচ্ছে করে শয়তান নারীর

ছিড়ে ফেলতে জান।

নারী নামের কলঙ্ক হলে 

নুপুর শর্মা তুমি,

তোমার বিচার করতে 

হবে ভারতেরি ভূমি।

প্রিয় নবীর অপমান করলো 

দালাল নবিন নাস্তি 

সবাই মিলে জুতা মেরে

দিতে হবে শাস্তি।

প্রিয় নবীর চরিত্র নিয়ে 

খারাপ বলে যাঁরা, 

ইসলামেরি শত্রু হলো 

জগত জুড়ে তারা।

কুরআন হাদিস নিয়ে যারা 

কটুক্তি যে করে,

তিব্র নিন্দা জানাই আমি 

খোদার তোমার তরে।


নবী আমার কলিজা 
মোঃ জিনারুল ইসলাম 


যে নবী সাফায়েত করবেন

যায় কি তারে ভোলা।

চাঁদ মাখামুখ মায়ায় ভরা

এই হৃদয়ে দেয় দোলা।

নবী আমার জানেরও জান

নবী আমার কলিজা। 

নবীর প্রেমে এত মায়া গো

পেয়েছি জান্নাতি জামা।

মুহাম্মাদ নাম শুনলে পরে 

রুক্ষ প্রাণে শান্তি লাগে।

এই নামাতে এত মায়াভরা 

কেউ পাইনি হয়তো আগে। 

নবী আমার মন কেড়েছে

সততার সরলতা দিয়ে। 

নবীর প্রেমের পাগল পারা 

ধন্য আমি উম্মত হয়ে। 

সৃষ্টি কুলের সেরা নবী 

দু জাহানের রাজা। 

কোরবানি হোক আমার জীবন 

আমরা উম্মাতি প্রজা।

তোমার মত দয়াল নবী 

আর কেউ তো পাবেনা।

তোমার পায়ে নতজানু 

মাকলুকাত খাতনা।

তোমার আপন করে পেতে 

ছাড়বো জগৎ ঘর।

তুমি ছাড়া এই জগতে 

সবাই আমার পর।

তোমার পেতে ঘর ছাড়িব

হবো ধর্ম যাযাবর।

নবী তোমার প্রেমে ব্যকুল

তুমি দিও গো দিদার। 

শেষ বিচারের ময়দানে

নবী আমায় ভুলনা।

নবীর নামে গীত গাইগো

তোমার নেই যে তুলনা।


বীর আগমন
কবি:শিহাব সুমন

জাহিলিয়া যুগে মানুষ যখন 

পাপে অন্ধকারে ঘেরা,

সত্যনবী করলো আগমন!

আলোকিত হলো ধরা।

মানুষ যখন পাপে ডুবন্ত 

সত্যনবী আসলো ধারে,

কুরআন হাদিস সত্যদ্বারা

শিক্ষা দিলো প্রতি প্রাণে।

শিক্ষাদিলো পড়তে নামাজ 

শান্তি আসলো দেশে,

সকল মানুষ মানলো নেতা

নবীর প্রেমে ডুবলো সবে।

সত্য নবীর আইন কানুন 

সবাই নিলো মেনে,

নবীর আদেশ করলো পালন

দেশের মানুষ দলে।

সত্যনবী হযরত মুহাম্মদ সাঃ

করবো প্রেম নবীর শানে,

সত্যনবী ছাড়া নাই উপায়

রোজ কিয়ামত বিচার দিনে।

Post a Comment