নতুন স্বাধীনতা
এইচ এম আমিরুল ইসলাম
পুর্ব আকাশে উঠছে রবি, নতুন উদিত ভোর,
জাগ্রত তরুণ ডাকে নওজুয়ান খোলো দোড়।
শৃংখল ভেঙে বেরিয়ে এসো হোক সচেতনতা,
নব জাগরণে হোক না আবার নতুন স্বাধীনতা।
আজ বাংলার বুকে না থাকে কোণ পরাধীনতা
বাধা ভেঙে গর্জে উঠবেই এক নতুন স্বাধীনতা।
যেই স্বাধীনতায় থাক না রং, থাকে শুধুই সুগন্ধ
সুফলে সেটা ছাড়িয়ে টের পাবে হোক না অন্ধ।
আজি চলবো সম্মুখে আসুক যত বাধা-বিপত্তি
ভয় করিনা পিছু হাটবো না থাকবে না আপত্তি।
নব উদ্যমে ওঠ নওজোয়ান ওহে নাবিক সকল
আজ নতুনত্বে দেশ গড়ার ব্যতিতে তব বিকল।
আসবে ফিরে এখানেই, আধার কেটেই ভোর
আপন মহিমায় খুলো আবার চীর চেনা দোড়।
পাক পাখালি নতুন সুরে বাঁধবে নতুনের গান
নতুন স্বাধীনতায় এ দেশ গড়া চেষ্টায় আপ্রাণ।
গণতন্ত্রের মুক্তি মিলেই নব গগনের উঠে চাঁদ,
নতুন স্বাধীনতায় মাতোয়ারা খুশির ভাঙ্গা বাঁধ।
বাদ যাবে না কোন লোক সকল ফুটবে হাসি,
নব স্বাধীনতায় আসে মনে, নতুন প্রাণে খুশি।
দিনও দৈন্যতা হীনমন্যতা থাকবে না আর ঘরে,
সবার তরে ফুটে হাসি নতুন স্বাধীনতার দোড়ে।
নব স্বাধীনতায় নব উদ্যমে এক হবে জনগণ,
দূড় করে বৈষম্য সকল একাকারে আপনজন।
স্বাধীনতা হলো অধিকার আদায়ের বলিষ্ঠ পথ
সেই স্বাধীনতা রক্ষা করার এটাই নতুন শপথ।
থাকবে না আর চাটুকারিতা না থাকে পরিচিত,
কাঁধে কাঁধ মিলে একত্রে সবার গড়া সম্প্রীতি।
ছাত্র আন্দোলন
আনোয়ারুল ইসলাম রাজু
ছাত্র আন্দোলন মানে
যৌক্তিক আন্দোলন।
ছাত্র আন্দোলন মানে,
অন্যায় ও অবিচারের
বিরুদ্ধে আন্দোলন।
ছাত্র আন্দোলন মানে,
নির্ভীক আন্দোলন।
ছাত্র আন্দোলন মানে,
দাবি আদায়ের আন্দোলন।
ছাত্র আন্দোলন মানে,
রাজপথ রক্তে রঞ্জিত হবে
তবুও পিছু হাটবো না।
ছাত্র আন্দোলন মানে,
স্লোগান মুখরিত রাজপথ।
ছাত্র আন্দোলন মানে,
বিজয় অর্জনের আন্দোলন
ইতিহাস তার সাক্ষী।
৫ই আগস্ট
মিম
~~~~~~~~
৭১ এর স্বাধীনতা দেখিনি আমি
দেখেছি ২৪ এর স্বাধীনতা,
যে স্বাধীনতার বিজয় উল্লাসে মেতে উঠেছে
হাল না ছাড়া মোদের ছাত্রজনতা।
রক্তে রাঙানো রাজপথ যেন কথা বলছে
মোদের শহীদ ভাইদের আত্মত্যাগের কথা,
২৪ এর আন্দোলন যেন নতুন করে লিখেছে
বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসের পাতা।
পূর্ব দিগন্তে সূর্যটাও যেন ফুটে উঠেছে রক্ত লাল হয়ে
যে রক্তের দাম ছাত্রজনতা ফিরিয়ে এনেছে,
নিজেদের জীবন দিয়ে।
প্রাণের দেশেটা স্বাধীন করেও যেন ছিল পরাধীন
সেই দেশটা ছাত্রজনতা নতুন করে করলো আজ
স্বাধীন।
কত কষ্ট কত নির্যাতন সহ্য করে
স্বাধীনতা তুমি আজ এলে,
শত নাড়ি ছেড়া ধন মায়ের কোল খালি করে।
নিজেদের অধিকার আদায়ে আমার ভাই আবু
সাঈদ বুক পেতেছিল,
সে বীরের বুকে গুলি করলি তোরা
দোষটা তার কি ছিল।
কী করেছিল আমার ভাই মীর মুগ্ধ
কেন করলি তোরা তাকে গুলিবিদ্ধ।
আমার ভাই বোনেরা ঠিকই দেশ স্বাধীন করে শহীদ
হয়ে গেল
আজ কোথায় তোরা, কোথায় জননেত্রী সরকার,
কোথায় চলে গেল।
আজ যে আমার দেশ ছাত্রজনতা নতুন করে স্বাধীন
করে তুললো,
এই যেন ইতিহাসের পাতায় ২৪ এর আন্দোলনে
ছাত্রদল নতুন করে সোনার বাংলাদেশ গড়ে তুললো।
২৪ এর মা জননী
মাগো তোমার সন্তানের রক্ত বৃথা যায়নি।
মাগো আর কেঁদোনা
তোমার সন্তানের রক্তভেজা রাজপথ আজ ফুল হয়ে
ফুটে উঠেছে আনন্দের মিছিলে,
প্রতিবাদী মিছিল আজ রুপ নিয়েছে
বিজয় উল্লাসের প্রতিধ্বনিতে।
মাগো ধন্য তুমি,ধন্য তোমার সন্তান,ধন্য এই জাতি,
যে জাতিকে সন্ত্রাসমুক্ত করতে পাশে ছিলো
সেনাবাহিনী মোদের গর্ব মোদের সাথী।
সর্বশেষে বলতে চাই
এই দেশ কারও বাপের না
এই দেশ আমার, এই দেশ তোমার,
আমাদের আছে এই স্বাধীন দেশে
স্বাধীনভাবে বাঁচার অধিকার।
এই দেশবাসী
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
‘জনতার নাভিশ্বাস’
আলী হায়দার
তুমি কোনো দলীয় সরকার নও,
তুমি নির্দলীয় আপামর জনতার সরকার হও।
তোমার কিসের এত পিছুটান?
কিসের এত ভয় করতে নিয়ন্ত্রণ?
চাঁদাবাজি দুর্নীতি ঘুষ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ধরো লাগাম।
অন্যথায় ছাত্র-জনতাকে সুযোগ দাও মারতে ধুমধাম।
এই চার কারণে জনতার আজ নাভিশ্বাস,
তোমার ব্যর্থতায় তাদেরকে দিবে না কেউ আশ্বাস।
এই চার শ্রেণিকে নিয়ন্ত্রণে তুমি কঠোর হও,
অন্যথায় ক্ষমতা ছেড়ে জনতার কাছে ক্ষমা চাও।
জনগণ ক্ষুধার্ত সংক্ষুব্ধ নিরাপত্তাহীনতায় চিন্তিত,
যেই কোনো সময় জনরোষে মসনদ হবে বিস্ফারিত।
হে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার,
বৈষম্য দূরীকরণে ন্যায় প্রতিষ্ঠায় তব কঠোর হওয়া দরকার।
দুমুখো নীতি নয়, দলীয়করণ নয়,
বরং আইনের চোখে সকলেই যেন সমান হয়।
সংস্কার
জামিরুল ইসলাম
মুখে সহজ
যাবে বলা
কাজে বেজায় ভার
স্বাধীন দেশে
সাধের নেতা
নীতির নেই যে সংস্কার
স্বদেশ তাহার
ভোগের পণ্য
বিলেত বসে
দেখায় নেতা
দেশের প্রতি
দায় বদ্যো
দক্ষতাকে লক্ষ্য করে
পূজার কাঁধে পালকি চড়ে
রাখিয়াছে জনতারে
বৈষম্যের আতুর ঘরে
একাত্তরের পর
স্বাধীনতার পার হয়েছে
৫৪ বছর
কবে হবে সংস্কার
যে দেশেতে
সরকারি লোক
শতকরা ৮০ভাগই চোর
ভাবতে বেজায় ভার
রূপকথাতে সোনার হরিন
হবে জনতার
স্বাধীন রূপ সেদিন হবে
নেতা যারা নীতি নিয়ে
এই জনতার সঙ্গ দিবে
দেশের ক্রান্তি লগনে
ছাত্র ওরা মিত্র হয়ে
দেশের জন্য
যুগে যুগে
আর কত কাল
রক্ত দিবে
সাধ্য বুঝে ভরবেগোলা
জাতির পিতার খ্যাতি মিয়ে
ষোল কলার আষি তুলা
এই বাংলার জনোতারে
দিয়ে গেছেন
খালি ঝুলা
কেমন হবে সংস্কার
রূপকথাতে সোনার হরিণ
হবে জনতার
এছি গাড়ি এছি বাড়ি
নেতা বাংলার নীতিধারী
স্বার্থসিদ্ধি হলে তাহার
বিদেশ ওরা দিবে পারি
কেমন হবে সংস্কার
রূপকথাতে সোনার হরিণ
হবে জনতার
কাউয়া কাদের
ধাওয়া হতে
কিসের চুক্তিতে ভাই
মুক্তি পেলেন
সুদুর বিলেত উড়াল দিলেন
সোনার বাংলায় রুনা যারি
আর কতকাল
কাঁদবেরে ভাই
হারিয়ে যাওয়া ছেলেরি মাই
কেমন হবে সংস্কার
রূপকথাতে সোনার হরিণ
হবে জনতার
কেউ হাসে কেউ
কাদেরে ভাই
টাকার জোয়া
হচ্ছে খেলা
মোর সাধিন এই
সোনার বাংলা
তাদের দেখে মীরজাফর ও
লজ্জাতে তার মাথা নোয়া
কেমন হবে সংস্কার
রূপ কথাতে সোনায় হরিন
হবে জনোতার