জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কবিতা।জুলাই বিপ্লব নিয়ে কবিতা।জুলাই বিপ্লব ২০২৪ নিয়ে কবিতা

বৈষম্য
হাজেরা খানম

শিক্ষক মোদের শিক্ষা দিলো
উদার হতে ভাইরে,
বিপ্লবী হবার মন্ত্র মোরা
বৈষম্যের কাছে পাইরে।
সময়ের কাছে শিক্ষা পেলাম
আপন বেগে চলতে,
কবি মোদের শিক্ষা দিলো
কলম ধরে বলতে।
শহিদের কাছ থেকে সাহসিকতা
পেলাম মোরা শিক্ষা,
অধিকার আদায়ে কঠোর হতে
পাষাণ দিলো দীক্ষা।
৭১- এর শহিদের রক্তে কেনা
স্বাধীন দেশের মাঠে,
২৪- এসেও কেনো? ছাত্র জনতার দেহ
আজও রক্তে ভাসে?
স্বাধীন দেশে এসে ও
বৈষম্যর হাত বুলাই,
তাইতো, আমার ভাই ও বোনের রক্তে রাঙানো
আজও ২৪-এর জুলাই।

জুলাই বিপ্লব  
আব্দুল কাদের

আমি তো বিশ্বের দিকে তাকাই
বিশ্বমঞ্চে শুনি জুলাই বিপ্লবের কবিতা ।
সাহসী বীর ভাইদের কিংবদন্তীর ইতিহাস শুনি
নতুন করে ঘুরে দাড়াবার কথা শুনি
নতুন বিপ্লবের বাংলাদেশ দেখি । 
আমি তো বিশ্বের দিকে তাকাই 
বিশ্বে মঞ্চে শুনি জুলাই বিপ্লবের কবিতা । আন্দোলনকারী আহত নারী পুরুষের গল্প শুনি 
নারী পুরুষদের জীবন উৎসর্গ কথা শুনি
শোকার্থ মায়ের বুক ভরা আর্তনাদ শুনি । 
হাজারো মায়ের প্রতিবাদ গর্জন শুনি  
সন্তানহারা মা -বাবার  মিছিলে  
শরিক হবার গল্প শুনি
অসহায় শিশুর কান্না মাখা কন্ঠ শুনি 
নতুন করে হাসি ফোটার গল্প শুনি ।  
পঙ্গু জীবন উপহার পেয়ে লাখ লাখ তরুণ  
তরুণীরে  হাসপাতালে কাতরাতে  দেখি ।       
ফুটপাতে দুমুঠো ভাতের আশায়       
 যুবকের কান্না শুনি ।  
আমি তো বিশ্বের দিকে তাকাই
বিশ্ব মঞ্চে শুনি জুলাই বিপ্লবের কবিতা । 
রক্তের বন্যায় ভেসে গেছে অন্যায়, 
তাজা তাজা লাশের স্তূপে নগর সভ্যতা গড়ি । 
অতন্দ্র  প্রহরী কোকিলেরা তাদের 
সন্তানেরে দেয় পাহারা । 
আমি তো বিশ্বের দিকে তাকাই 
বিশ্বে মঞ্চে শুনি জুলাই বিপ্লবের কবিতা ।

বিপ্লব
   - হাসান

এ শব্দেই জাগ্রত বিপ্লবী চেতনা বিপুল সাহসে লুকিয়ে আছে। এর বুক ধারণ করে আছে যুগে যুগে সংগঠিত বিক্ষোভ আন্দোলন। এ যেন এক ভয়াবহ আগ্নেয়গিরি ভিসুভিয়াস। বিপ্লব এ যে শব্দ নয়; জ্বলন্ত অগ্নিমশাল। শত মশালচির মুষ্টিবদ্ধ সংকল্প। সংকল্পে অনড় থেকে সারি সারি দেয়ালের গায় লেখা হয় বিপ্লব! বিপ্লব! আর এ বিপ্লবের হাত ধরে আসে মুক্তি। পতন হয় জালিম শাহীর মসনদ। বিপ্লব মানে সুদৃঢ় পন প্রতিজ্ঞা শপথ; মুক্তির জন্য, মানবতার মুক্তির জন্য।  তাই এ শব্দ শুধু অভিধানের অক্ষর নহে। এ শব্দ মানে মিছিল।  এ শব্দ মানে  ম্লোগান। এ শব্দ মানে সংগ্রাম। এ শব্দ মানে- জিহাদ জিহাদ জিহাদ; আর তা আল্লা'র জমিনে প্রতিষ্ঠা  করে আল্লা'র হুকুমত তথা দ্বীন ইসলাম।
তোমায় আপন করতে
মোহপাশ কেটে বেরিয়ে আসতে
দাও প্রভু মনোবল, 
কেন ডুবে মরি মিছে মায়াঘোরে
এ সব যে নিষ্ফল!
আলোর তরী ডুবায়ে কেন
আঁধার পানে ছুটি,
মিছে মোহে বিভোর হয়ে
স্বপ্নে কাটাই ছুটি।
মিথ্যে কাজে সময় দিতে
সময় করি ধার,
এমনি করে ফুরিয়ে আসে
হায়াৎ যে আমার।
আহারে মন অবুঝ আমার
একেবারেই শিশু,
সময়ের দাম বুঝলে নাগো
বুঝলে না যে কিছু।
কল্পনাতে ভাসায় বেড়াও
স্বপ্নীল কত ভেলা,
সাঙ্গ হয়ে আসছে ক্রমে
হায় জীবনের খেলা।
ডাকছে মাটি নিয়ত তোমায়
নিবিড় করতে মন,
তুমি চরছো কল্পনালোকে
ভেদি' রঙীন গগন।
দাও শক্তি বিধাতা মোরে
লঙ্ঘিতে মায়াগিরি,
সব পিছ দিয়ে একদম আসি
ভুল পথ হতে ফিরি।
ভরে নেই এ জীবন আঁচরে
মুঠো মুঠো রবি কর,
তোমায় আপন করতে করি
অলীক সবকে পর।
১৪. ১১.২৪ ইং        - হাসান

২৪ এর বিপ্লব
              আবু আশরাফী 

দুর্যোগ দুর্ভোগ বন্যা ঝড়-ঝঞ্ঝা সাইক্লোন 
বাংলাদেশের মানুষ কাটিয়ে উঠতে পারে 
সে সাহস আছে সকলের মনে প্রাণে । 
কারণ, এ দেশের মানুষ যখন তখন 
স্বৈরাচার বিরোধী বিপ্লব করতে জানে 
প্রতিটি মানুষ বিপ্লবী 
প্রতিটি মানুষ শক্তিশালী 
মননে বিশ্বাসে সুদৃঢ় বিপ্লবী অঙ্গীকারে
ছাত্র জনতার বিপ্লব অমর হোক ।

**বিপ্লবের ডাক**  

আমি সেই বিপ্লব, যে থামতে জানে না,  
অন্ধকারে জ্বালিয়ে আলো, শোষকের বুকে আঘাত করে,  
রক্তমাখা মাটিতে বপন করবো নতুন স্বপ্নের বীজ, 
তোমাদের শাসন আমি ছিন্ন করবো রোজ ।
আমি হেঁটে চলে লড়াইয়ের অগ্নিপথে,  
সত্যের খোঁজে, অন্যায়ের বিরুদ্ধে,  
আমার হাতে লাল সবুজের পতাকা,
 স্বাধীনতার বিপ্লবী প্রতীক,  
অসীম সাহস নিয়ে ডাকছি—জাগো, নিপীড়িত !
জাগো মজলুম।
তোমাদের শক্তি যতই প্রবল হোক ,  
আমার ইচ্ছা অটল, পুড়বে না আগুনে,  
তোমাদের মিথ্যে প্রতিশ্রুতি ধুলোয় মিশে যাবে,  
বিপ্লবের ঝড়ে সব দুর্বল প্রাচীর ভেঙে পড়বে।
আমি স্বপ্ন দেখি নতুন ভোরের,  
যেখানে কোন দাসত্ব নেই, নেই অন্যায়ের হাতছানি,  
আমি সেই বিপ্লবের কবি, যার কাব্যের কালি রক্তের,  
স্বাধীনতা ছিনিয়ে আনবো,
 আমিই হবো সেই ইতিহাসের সাক্ষী।

জুলাই ২০২৪
রেজা কারিম 

অত্যাচারী শেখ হাসিনার 
অত্যাচারে পিষ্ট
চাইলে তুমি দেখতে পারো 
আমজনতার পৃষ্ঠ। 
তিনে পাঁচে হয় পনেরো
চারে পাঁচে বিশ
পনরো বছর আমজনতা
ঢালছে গলায় বিষ।
ভাগ্য ভালো বিশের বেলায় 
জাগলো সাধারণ 
তুমুল ঢেউয়ের আন্দোলনে 
মেঘের বিস্ফোরণ।
জুলাই মাসের বিস্ফোরণে 
নামলো জনগণ 
হাসিমুখে কত জনে
বিলাইলো জীবন।
সবার মুখে একই কথা 
এক দফা এক দাবি
হাসিনা তুই ছাইড়া গদি
এক্ষুণি বল যাবি।
জুলাই গিয়ে আগস্ট এলো
শহিদ কতো প্রাণ
পাঁচ ই আগস্ট গাইলো আবার
বিজয়েরই গান।
স্বৈরশাসক পালিয়ে গেলো
সাথে দোসর যত
জালিমেরই জুলুম যেনো 
হয় না কারো ব্রত।
লাল জুলাইয়ের শিকড় হলো
কিশোর তরুণ যুবক
আবু সাঈদ, মুগ্ধ জানি
স্বাধীনতার ধ্রুবক। 
১৮ নভেম্বর ২০২৪
রোজ: সোমবার

Post a Comment