বন্ধু নিয়ে গল্প। বন্ধু নিয়ে কিছু কথা

শুধু "বন্ধু" এবং সেরা "বন্ধু"
কলমে:- বাপী নাগ 

শুধু "বন্ধু" এবং সেরা "বন্ধু"
💗 (Just Friend) & (Best Friend) 💗

শুধু বন্ধু (Just Friend) শুধু বন্ধু যে, সোশ্যাল মিডিয়ায় মনে পড়লে, বা সামনে দেখা হলে তার সাথে হাই হ্যালো বাই এই ধরনের পরিচয়, গুলো চলতে থাকে।।
আর শুধু বন্ধুর সাথে শুধু সাধারণ কথা বার্তায় শেয়ার করা যায়। সে কেমন আছে, শরীর ভালো কিনা, তার পড়াশোনা, পুজোয় ঘুরতে যাওয়া, জন্মদিনের আনন্দ, সবার সাথে পিকনিক, এইসব।।
শুধু বন্ধু (Just Friend) দেখা হলে কথা বলে হাসায়, মন ভালো রাখার চেষ্টা করে। সান্তনা দেয়, সবাই মিলে পাশে দাঁড়ায়। ঝগড়া করে কথা বন্ধ করে, আবারো হাসিমুখে পাশে দাঁড়ায়।
শুধু বন্ধু (Just Friend) রাস্তায় চলতে চলতে মজা করা আনন্দ কর হই হট্টগোল এসব চলতে থাকে। যেন আনন্দের শেষ নেই। ফোনে হাই হ্যালো, মেসেজে কেমন আছে.. কোন এক সময় খোঁজ নেওয়ার, একসাথে সবাই মিলে সিনেমা দেখা। এমনি চলতে থাকে শুধু বন্ধুদের মধ্যে।
শুধু বন্ধু (Just Friend) বন্ধুকে সব মনের কথা বলা যায় না। এমন কোন দুঃখ যন্ত্রণা শেয়ার করা যায় না। সে এসে এমন সব মজার মজার অঙ্গভঙ্গি করা শুরু করে, যা দেখে হাসি থামানো দায়। 
তারা তো শুধুই বন্ধু (Just Friend)। চলার পথে রাস্তায় দেখা হলে.. কোথায় পৌঁছে দেই, কখন বাড়ি ফেরা হবে..! ফোন করিস কিন্তু। ওই যে জন্মদিনের কথা বলেছিলাম মনে আছে তো..! আসবি কিন্তু ভীষণ মজা হবে আনন্দ হইচই। 
শুধুই বন্ধু (Just Friend)।

সেরা বন্ধু (Best Friend) যে জীবনের সেরা বন্ধু তার সাথে মনের সব কিছু শেয়ার করা যায়। সুখ-দুঃখ, হাসি-কান্না, ছোট ছোট খুশির মুহূর্ত, কষ্ট পেয়ে কাঁধে মাথা রাখা, নির্দ্বিধায় সবকিছু খুলে বলা যায়। স্বার্থহীনভাবে পথ চলা যায়।
তার কাছে কোন কিছু লুকানো যায় না। 
সে মুখ দেখেই সব বুঝতে পারে, কষ্ট, দুঃখ, হাসি, কান্না, কথা বলা ধরন দেখে সে বুঝে নেয়। 
সেরা বন্ধু (Best Friend) সবচেয়ে ভালো বন্ধু, খুব কাছের, যে অল্প কথা শুনেই সবটা বুঝে নেয়, চোখ বন্ধ করে তাকে দেখা যায়। নিজের থেকেও বেশি বিশ্বাস
করা যায়। একসাথে পথ চলা যায়।
কখনোই অবহেলা করে না, মুহূর্তে সম্মান করে। 
সেরা বন্ধু (Best Friend) সব অনুভূতি বুঝতে পারে।
হাজারটা বন্ধুর দরকার নেই সে থেকে গেলেই হবে। সময় অসময়ে খোঁজ নেয়, তা খাওয়া তার কাজ তার শরীর খারাপ, পুরোটা নিজের থেকেও বেশি নজর দেয়। সেরা বন্ধুর জন্য তার ভালোবাসা এক পৃথিবী সমান।
সেরা বন্ধু (Best Friend) যে জীবনের সেরা বন্ধু তার সাথে মনের সব কিছু শেয়ার করা যায়। সুখ-দুঃখ, হাসি-কান্না, ছোট ছোট খুশির মুহূর্ত, কষ্ট পেয়ে কাঁধে মাথা রাখা, নির্দ্বিধায় সবকিছু খুলে বলা যায়। স্বার্থহীনভাবে পথ চলা যায়।
তার কাছে কোন কিছু লুকানো যায় না। 
সে মুখ দেখেই সব বুঝতে পারে, কষ্ট, দুঃখ, হাসি, কান্না, কথা বলা ধরন দেখে সে বুঝে নেয়। 
সেরা বন্ধু (Best Friend) সবচেয়ে ভালো বন্ধু, খুব কাছের, যে অল্প কথা শুনেই সবটা বুঝে নেয়, চোখ বন্ধ করে তাকে দেখা যায়। নিজের থেকেও বেশি বিশ্বাস
করা যায়। একসাথে পথ চলা যায়।
কখনোই অবহেলা করে না, মুহূর্তে সম্মান করে। 
সেরা বন্ধু (Best Friend) সব অনুভূতি বুঝতে পারে।
হাজারটা বন্ধুর দরকার নেই সে থেকে গেলেই হবে। সময় অসময়ে খোঁজ নেয়, তা খাওয়া তার কাজ তার শরীর খারাপ, পুরোটা নিজের থেকেও বেশি নজর দেয়। 
হাজার রাগ অভিমানের মাঝেও সেই সেরা বন্ধু। সেরা বন্ধুর জন্য তার ভালোবাসা এক পৃথিবী সমান।    

Post a Comment