ঠোঁট মানুষের মুখাবয়বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যা শুধু কথাবার্তা ও অভিব্যক্তি প্রকাশের জন্যই নয়, বরং সৌন্দর্য ও অনুভূতির সাথে গভীরভাবে সম্পর্কিত। ঠোঁটের মাধ্যমে আমরা আমাদের অনুভূতি, ভালবাসা, দুঃখ, আনন্দ—সবকিছুই প্রকাশ করি।আজ আমরা ঠোঁট নিয়ে সেরা কবিতাগুলো পড়বো।
লাল ঠোঁট
- ফাইয়াজ ইসলাম ফাহিম
তোমার লাল ঠোঁট জ্বালাচ্ছে দারুণ
লাল ঠোঁটের ছোঁয়ায় নিবারণ করবে কি আমার শরীরের আগুন!
তোমার লাল ঠোঁট ডাকছে
তোমার কাছে যাওয়ার আহ্বান করছে?
যাব কি পরী তোমার কাছে
দিবে কি লাল ঠোঁটের উষ্ণ চুম,
কষ্ট পাচ্ছি বড্ড
তোমার ঠোঁটের উষ্ণ ছোঁয়ায়
ফুটাতে চাই এ মনে ভালবাসার পদ্ম।
তোমার লাল ঠোঁট ভয়াবহ
শরীরের সৃষ্টি করেছে তাপদাহ,
হে পরী তোমার লাল ঠোঁট ভীষণ দিচ্ছে যাতনা
তোমার লাল ঠোঁট ছুঁইতে চাই একটু ভালবাস না?
তোমার ঠোঁটে আমার ঠোঁট
- ফাইয়াজ ইসলাম ফাহিম
তোমার ঠোঁটে আমার ঠোঁট রাখতে চাই
তোমার ঠোঁট চুম্বনে চুম্বনে রঙিন করতে চাই,
তোমার ঠোঁটের জরাভাব দূর করতে চাই
তোমার ঠোঁটে চুম্বনের প্রলেপ দিয়ে সৌন্দর্যময় করতে চাই।
তোমার কেশের ঘ্রাণে
মাতোয়ারা হতে চাই,
তোমার চোক্ষের তারকায়
ভালবাসার স্বপ্ন দেখাতে চাই।আপনার প্রিয়জনের জন্য সেরা উপহার
তোমার নাসিকায় ভালবাসার
সজীব নিঃশ্বাসের তেজ দেখতে চাই,
তোমার স্কন্ধ চুম্বনে মসৃণ করে দিতে চাই
তোমার দন্তে ভালবাসার হাসি দেখতে চাই।
তোমার কন্ঠে ভালবাসার আহ্বান শুনতে চাই,
তোমার বক্ষের সফেদ বারীন্দ্রের
জল দিয়ে ভালবাসার তৃষ্ণা নিবারণ করতে চাই।
তোমার মাজার দোলনায়
ভালবাসা কে দোলাতে চাই,
তোমার নাভীতে
ভালবাসার চিহ্ন আঁকতে চাই।
তোমার উদরে ভালবাসা কে
মুক্তি দিতে চাই,
তোমার পাদপদ্মে
দলন হতে চাই হে রোজিনা।
তোমার মিষ্টি ঠোঁট দাও
- ফাইয়াজ ইসলাম ফাহিম
তোমার মিষ্টি ঠোঁট দাও
একটু রঙ্গীন করে দেই,
আজ তো ঠোঁটে রঙ্গ করোনি
লিপিস্টিক দাওনি,
তোমার মিষ্টি ঠোঁটে মাছি বসেছে হে তিলোত্তমা
তোমার মিষ্টি ঠোঁট আমায় ছুঁইতে দাও একটু রঙ্গীন করে দেই,
চুম্বনের চুম্বনে তোমার ঠোঁট কে রোমাঞ্চিত করে তুলি
তোমার ঠোঁটের রঙ্গীন আভা তোমার কাছে ফিরিয়ে দেই।
গোলাপী ঠোঁট
- ফাইয়াজ ইসলাম ফাহিম
তোমার গোলাপী ঠোঁটে
চুমুর চুম্বক লাগাতে চাই,
এক চুমুতে সহস্র ঘন্টা
তোমার গোলাপী ঠোঁটে লেগে থাকতে চাই।
তোমার গোলাপী ঠোঁট
চুমুতে চুমুতে স্যাঁতস্যাঁতে করতে চাই,
তোমার গোলাপী ঠোঁটে
আমার চুমুর দখলদারি চাই।
তোমার গোলাপী ঠোঁটে
চুমুর ঝড় বয়ে দিতে চাই,
যে চুমতে তোমার গোলাপী ঠোঁটে
রঙ্গ হবে নাই।
রাঙা দু’টি ঠোঁট
রূপক বিধৌত সাধু
মার্কা যদি হয় তোমার ঐ রাঙা দু’টি ঠোঁট,
তাহলে আমি একাই দেব ষোলো কোটি ভোট।
পুষ্পের পাপড়ি সম ঠোঁটের কী মাদকতা,
সেটা তো আমিই জানি; আর কেউ জানে না তা!
পরশ নিতে তারই দ্রুত পায়ে হেঁটে যাই,
বসুন্ধরায় এমন দামি আর কিছু নাই।
ইচ্ছে করে ছুঁয়ে দেই তোমার ঐ রক্তজবা,
আমার স্বর্গ নিহিত তোমাতেই হয়তোবা।
তোমার বিরহে অহর্নিশ হা-হুতাশ করা-
তোমাতে নিহিত আছে আমার বাঁচন-মরা!
মনোনয়ন কিনতে যদি লাগে অর্থকড়ি,
ভিটেমাটি বিক্রি করে যোগান দেব তারই।
লাগলে রক্ত বেচব, বেচব চোখ, কিডনি;
তোমার কাছে এগুলো অচ্যুত চিরদিনই।
কেন্দ্র দখল করেই মারব সিল-ছাপ্পর,
যা কিছু ঘটুক; ভাবি না কিছুই পূর্বাপর।
লাশ পড়ুক সর্বত্র, দেশটা হোক শ্মশান;
তোমাকেই জিতিয়ে আনব- দিলাম জবান।
নারীর ঠোঁট নিয়ে উক্তি
- ফাইয়াজ ইসলাম ফাহিম
"নারীর ঠোঁট যেন প্রেমময় , যা হৃদয়ের গভীরে এক সঙ্কেত পাঠায়"
"ভালবাসা কখনো কখনো চেপে থাকে সদর দরজায়, কিন্তু লাল ঠোঁট খুলে দেয় সেই দরজা"
“একটি প্রেমময় লাল ঠোঁটের সাথে যোগাযোগ হলেই বুঝতে পারা যায়, প্রেমের স্বাদ... ।”
"লাল ঠোঁট এক রোমাঞ্চকর জগতের প্রবেশদ্বার, যেখানে প্রেম, আবেগ এবং সত্যিকারের অনুভূতির আকাঙ্ক্ষা থাকে"