ঘর সাজানোর সহজ উপায়: খাট এবং
সোফার সঠিক ডিজাইন নির্বাচন
আমাদের বাসা-বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ
দুটি ফার্নিচার হল সোফা ও খাট। এগুলো শুধু শুয়ে-বসে বিশ্রাম করার জায়গা নয়, বরং সোফা
ও খাটের উপরেই আমাদের ঘরের সামগ্রিক সৌন্দর্য নির্ভর করে। কারণ সোফা লিভিং রুমের আর
খাট বেডরুমের প্রধান আকর্ষণ। তাই আজকের পোস্টে আমরা বিস্তারিত জানাবো কেন খাট ও সোফার
সঠিক ডিজাইন নির্বাচন করবেন এবং কিভাবে সঠিক ডিজাইন বেছে নিবেন। চলুন দেরি না করে সরাসরি
মূল কথায় চলে যাই।
কেন
ঘর সাজাতে সঠিক ডিজাইন অনুযায়ী ফার্নিচার প্রয়োজন হয়?
ফার্নিচারগুলো বছরের পর বছর আমাদের ঘরে
থাকবে। এগুলো বলতে গেলে আপনার বা আমার পরিবারের সঙ্গী। তাই আরাম, স্থায়িত্ব ও সৌন্দর্য
সবকিছু একসাথে পাওয়া যাবে এরকম ফার্নিচার কিনলে মানসিক প্রশান্তি আসবে। এর কারণ—
●
সঠিক
ডিজাইনের ফার্নিচার শুধু সুন্দর দেখাবে না, বরং ব্যবহারকারীকে সর্বোচ্চ আরাম দিবে।
●
ভালো
ডিজাইনের ফার্নিচার দীর্ঘস্থায়ী হয় এবং আপনাকে বারবার নতুন করে কিনতে হয় না।
●
সঠিক
ডিজাইনের ফার্নিচার আপনার ঘরকে আরো সুন্দর এবং আধুনিক করে তুলবে।
●
ভালো
ডিজাইনের ফার্নিচার দামে একটু বেশি হলেও দীর্ঘমেয়াদী ভাবে লাভজনক।
●
ডিজাইন
ভালো হলে ফার্নিচার রাখার পরও ঘরের ভিতরে অনেক ফাঁকা জায়গা থাকে।
সঠিক ডিজাইনে তৈরি ফার্নিচারের ইঞ্জিনিয়ারিং
ভালোভাবে করা হয়, তাই আধুনিক সোফা ও খাট দেখতে স্লিম মনে হলেও বেশ টেকসই হয়। কিন্তু
বেশিরভাগ মানুষ ঘরের ব্যক্তিত্ব অনুযায়ী ডিজাইন না বুঝতে পারার কারণে ভুল ফার্নিচার
কিনে। আমাদের গাইড পড়ার পর এই ভুল ত্রুটি এড়িয়ে সেরা খাট ও সোফা কিনতে পারবেন।
কিভাবে
সোফার সঠিক ডিজাইন নির্বাচন করবেন?
সোফা কেনার আগে অবশ্যই এর আকার, ফাংশনালিটি
ও আরাম আয়েশের সুবিধা দেখে নিতে হবে। যেমন বিলাসবহুল ফার্নিচার নির্মাতা কোম্পানি হাতিল ফেব্রিক, উডেন, ডিভান, লেদার, রেক্সিন-সহ
নানারকম মাল্টিপারপাজ সোফার ডিজাইন করে থাকে। এরকম ফার্নিচার স্টোরে আপনার চাহিদা অনুযায়ী টু সীটার
বা থ্রি সীটার সোফা পেয়ে যাবেন। চলুন দেখে নিই কেনার আগে কি কি বিষয় বিবেচনা করবেন—
ঘরের আকার অনুযায়ী সোফা দেখুন
বসার ঘরের আকার অনুযায়ী সোফার আকার নির্বাচন
করুন। খুব বড় সোফা আপনার ঘরকে ছোট করে দেখাবে। তাই অল্পতে বেশি জায়গা হবে এরকম সোফা
নিতে হবে। এক্ষেত্রে ছোট থ্রি সীটার বা বড় টু সীটার ডিজাইনের সোফা নিন। বাসায় বেশি
গেস্ট না এলে অটোম্যান বা সিংগল সীটার সোফা নিতে পারেন। আর গেস্টের আনাগোনা বেশি হলে
এল শেপের সোফা অনেক বেশি স্পেস দিবে।
দাগ পড়বে না এমন ফেব্রিক নিন
বাসায় বাচ্চা থাকলে ফোম ও ফেব্রিকের সোফা
না কিনে একটু শক্ত ম্যাটেরিয়েলের সোফা নেওয়া ভাল। তাহলে স্টেইন পড়ার সম্ভাবনা কম থাকবে।
ট্রাডিশনাল স্টাইলের উডেন সোফাগুলো এরকম ইউজার ফ্রেন্ডলি হবে। আর বাসার সবাই এডাল্ট
হলে সম্পূর্ণ ফোমে মোড়ানো সোফা নিতে পারেন।
স্টোরেজ সিস্টেম কেমন চেক করুন
কিছু সোফাতে ড্রয়ারের মত স্টোরেজ সিস্টেম
থাকে। লিভিং রুমে খুব বেশি জিনিস থাকলে এলোমেলো অবস্থা থেকে পরিত্রাণের জন্য এরকম সোফা
নিতে পারেন। আবার মডুলার সোফাগুলোতে বই-খাতা বা টেলিফোন রাখার জায়গা থাকে। তাই ভেবে
দেখুন আপনার এধরনের কোনো স্টোরেজ সিস্টেম লাগবে কিনা। বাজারে সবরকম সোফা এভেইলেবল পাবেন।
মাল্টিপারপাজ ফাংশনলিটি আছে কিনা দেখুন
কিছু সোফা সহজেই ফোল্ডিং করে বেডে রূপান্তরিত
হয়। যদি বেশি অতিথির থাকার ব্যবস্থা করা লাগে তাহলে এই ধরনের সোফা বেছে নিতে পারেন।
এতে অতিরিক্ত শোবার জায়গা তৈরির পাশাপাশি সহজে এক জায়গা থেকে অন্য জায়গাতে সরানো যায়।
মিনিমালিজম চর্চা করে এরকম ব্যবহারকারীদের জন্য এধরনের সোফা বেশ উপকারী হয়।
কিভাবে
খাটের সঠিক ডিজাইন নির্বাচন করবেন?
দেখে-শুনে ভাল খাট না কিনলে ঘুমাতে বেশ
অসুবিধা হয়। আবার এক কাঠের জন্য রুমের মধ্যে চলাফেরার জায়গা কমে যেতে পারে। অনেকেই
জানেনা খাটের কি কি ফিচার দেখে কিনলে কোনো সমস্যায় না পড়ে খাটকেও মাল্টিপারপাজে ইউজ
করা যায়। তাই এবারে আমরা ভাল খাট নির্বাচন সহজ করতে কিছু টিপস দিচ্ছি—
ঘরের আকারের সাথে মিলিয়ে খাট কিনুন
আপনার শোবার ঘরের আকার অনুযায়ী খাটের
আকার নির্বাচন করুন। খুব বড় বা খুব ছোট খাট আপনার ঘরকে অস্বস্তিকর করে তুলতে পারে।
কু্ইন সাইজ বা সেমি ডাবল সাইজ বেড সবরকম বাসার জন্য ভালো। আর বেশি মিনিমালিস্ট হতে
চাইলে ফোল্ডিং বেড নিতে পারেন। কিন্তু বেডরুম বেশি বড় হলে কিং সাইজের বেড নেওয়া যুক্তিসঙ্গত।
খাটের হেডবোর্ড আছে কিনা দেখে নিন
হেডবোর্ড আপনার খাটের সৌন্দর্য বৃদ্ধি
করবে। আপনি আপনার পছন্দ অনুযায়ী কাঠ, মেটাল বা ফ্যাব্রিকের হেডবোর্ড বেছে নিতে পারেন।
অনেক খাটের হেডবোর্ডে জিনিসপত্র রাখার জন্য শেলফ থাকে। এতে সহজে ফোন, চশমা, বই, ঘড়ি
ইত্যাদি রাখা যায়। হেডবোর্ড না থাকলে দরকারি জিনিস রাখার জন্য খাটের পাশে বেড সাইড
টেবিল কিনতে হবে।
খাটের স্টোরেজ দরকার কিনা দেখুন
যদি আপনার শোবার ঘরের জায়গা কম হয় তাহলে
স্টোরেজ সহ খাট বেছে নিতে পারেন। এতে খাটের নিচে ড্রয়ার বা কেবিনেটে বিভিন্ন জিনিস
রাখতে পারবেন। এরকম খাট কিনলে আলাদা করে ওয়ারড্রব, চেষ্ট অব ড্রয়ার, শেলফ এগুলো না
কিনলেও চলে। এর বাইরে অনেকে একইসাথে বসা ও শোবার জন্য সোফা কাম বেড কিনে, আবার অনেকে
লো হাইট বেড কিনে।
পরিশেষ
এখন সবখানেই আধুনিক ডিজাইনের সোফার জনপ্রিয়তা
বেড়েছে। তাই ফার্নিচার নির্মাতা কোম্পানিগুলো সিম্পল জিওমেট্রিক আকৃতি সোফা ও খাটের
ডিজাইন করছে। কোনে ধরনের ফার্নিচার কিনতে হবে বুঝলে আপনি শত শত মডেলের মধ্যে থেকে আপনার
ঘরের সাথে সবচেয়ে মানানসই সোফা ও খাট কিনতে পারবেন। আশা করি আমাদের টিপসগুলি এই কাজ
সহজ করে দেবে।