সুদ ভালো না খারাপ
অরুণ মন্ডল
সুদে টাকা দেওয়া নেওয়া পাপ না উপকার? ধর্মীয় ব্যক্তিরা বলে পাপ,মুসলিম ধর্ম এক পা এগিয়ে বলে হারাম। বাস্তবে কি? অতীতে টাকার প্রচলন হওয়ার পরে,সুদে টাকা লেনদেনের বার বারন্ত হল। আগে গ্রামে মহাজনরা চাষীদের সুদে টাকা ধার দিত,চাষীরা ফসল ফলিয়ে সেই টাকা ফেরত দিত,এটাই দোস্তুর। অবশ্য টাকা ফেরত না দিতে পারলে তাদের ঘরবাড়ি মানসম্মান জমিজমা ছিনিয়ে নেওয়া ও অত্যাচার করা হতো। এইটা ছিল অত্যন্ত অপরাধ তবুও মানতে হতো।
বর্তমানে গ্রাম শহর সর্বত্র এই ব্যবসা চলছে। অনেকে ব্যবসা করে সংসার প্রতিপালন করছে। অনেকে টাকা ধার করে ব্যবসা করছে,গ্রামে যা ছিল তাই আছে। ব্যাংক লোন খালি হাতে পাওয়া যায় না,শোধ না দিতে পারলে জমি বাড়ি আইনগতভাবে ক্রোক হয়ে যায়। সরকারি ঋণ সাধারণ মানুষ সবাই পায় না যারা পায় অবশ্যই সুদে। সাধারণ মানুষ বিপদে পড়ে চিকিৎসার জন্য সুদে টাকা নেয়। ভাঙ্গা ঘর ঠিক করার জন্যে,সন্তানের স্কুল মাইনে,বই পোশাক বা ব্যাংকের লোন বাকি,ঘর ভাড়া,মুদিখানায় ধার? পাড়ার সুদে টাকা দেওয়া লোকটাই ভগবান !
গাড়ি-বাড়ি-জমি কিনবেন? সুদে ব্যাংক থেকে টাকা পাবেন। আপনি ব্যাংকে টাকা রাখবেন বিভিন্ন পদ্ধতির মাধ্যমে,সুদে টাকা বাড়বে,ইন্সুরেন্স করবেন একই। জাতীয় ক্ষেত্রে কেন্দ্র রাজ্যকে সুদে টাকা দেয় উন্নয়ন প্রকল্পে। আন্তর্জাতিক ক্ষেত্রে উন্নত দেশগুলি অনুন্নত দেশকে সুদে টাকা দেয়। যেমন শ্রীলংকা,বাংলাদেশ,ভারত, পাকিস্তানকে । চীন রাশির আমেরিকা ব্রিটেন ইত্যাদিরা ঋণে জর্জরিত করে রেখেছে। মুসলমান দেশগুলি ঋণ না নিলে খেতেই পায় না অথচ বলছে সুদ হারাম? গোটা পৃথিবীটাকে সুদ তার মুখের মধ্যে রেখেছে,যারা ছিঃ ছিঃ করছো জেনে রাখো রাষ্ট্রের ঋণ জনগণকেই শোধ করতে হয়। পৃথিবীর কোন ব্যক্তি সুদের সিস্টেম থেকে বাইরে নেই। যদিও ভদ্দর (?) লোকেরা বলে লোন,কমিশন,ইন্টারেস্ট ইত্যাদি ইংরেজি ভাষায়। এতে কি মূল বিষয়টা পাল্টে যায়?