রুপসী কন্যা কবিতা। পতিতা নিয়ে কবিতা। কালো কেশ নিয়ে কবিতা



ও রুপসী কন্যা
- ফাইয়াজ ইসলাম ফাহিম


অপ্সরা,নীলাম্বরী

ও রূপসী কন্যা!

তোমার প্রেম

পাওয়ার জন্য আর কত দিব ধন্যা।



তুমি আমার বুকের স্পন্দন

মনের নন্দন,

তুমি আমার চোখের পানি

বেঁচে থাকার শ্বাস-প্রশ্বাস

তোমায় আমি পেতে চাই

এটাই মনের আশ।



তোমাকে কুর্নিশ করি
- ফাইয়াজ ইসলাম ফাহিম



তোমাকে কুর্নিশ করি

কুর্নিশ করি,

হে প্রিয় নজরুল

তুমি যদি থাকতে এ ধরায়

মনুষ্য জাতি

করতে না এ্যাত্ত ভুল।



তোমাকে কুর্নিশ করি

কুর্নিশ করি,

হে সাহিত্যের কর্ণধার

তুমি যদি থাকতে এ ধরায়

সাহিত্যের বুকে

নেমে আসত না আধাঁর।



তোমাকে কুর্নিশ করি

কুর্নিশ করি,

হে অন্যায়ের অস্ত্র!

তুমি থাকতে এ ধরায়

গরীব-দুঃখী থাকত না বিবস্ত্র?



তোমাকে কুর্নিশ করি

কুর্নিশ করি,

হে মানবতার দূত

তুমি যদি থাকতে ধরায়

ঠাঁই পেত না মনুষ্য ভুত।



তোমাকে কুর্নিশ করি

কুর্নিশ করি,

হে সত্যের প্রদীপ

তুমি যদি থাকতে এ ধরায়

সত্যের প্রদীপ

হত না নিভ্ নিভ্?



তোমাকে কুর্নিশ করি

কুর্নিশ করি,

হে বিদ্রোহী কবি

তুমি যদি থাকতে ধরায়

পৃর্ব গগনে উদিত হত

ন্যায়-সত্যের রবি?




পতিতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম



দেহ বিসর্জন দিতে দিতে

হয়েছে অতিসার,

সমভিব্যাহারী পুরুষ তবু

দিল না তাকে ছাড়।



মঞ্জরী হীন যৌবনে

ধরেছে জড়িমা,

পেটের দায়ে ছেড়ে দিয়েছে

বংশ-গড়িমা?



একের পর এক

কাষ্টমার এসে ঢুকছে পতিতার কক্ষে!

জানোয়ারের মত হিংস্র থাবা

হানছে তার বক্ষে?



ক্ষণিকের যৌবন জ্বালা প্রমশিত

করতে গিয়ে

ছিন্ন-ভিন্ন করল তার বক্ষ,

পতিতার কিছু করার নাই

টাকাই যে তার প্রতিপক্ষ।



মা-বাবা-ভাই-বোন

কেউ নেই

সে হল বেওয়ারিশ!

মানব সমাজের চিত্তপটে

পতিতা সমাজের বিষ?



-পতিতা কেউ কি শখ করে হয়ে-



কালো কেশ
- ফাইয়াজ ইসলাম ফাহিম


কালো কালো কেশ

কোমড় ছেড়ে

পায়ের পাতায় পড়েছে

আহ্ দেখতে কি বেশ!



কালো কালো কেশ

বুকের মধ্যে

জাগল ভালবাসার নেশ।



কালো কালো কেশ

তুমি আমার প্রথম প্রেম,

তুমি আমার শেষ?



ভীরু কাপুরুষ
- ফাইয়াজ ইসলাম ফাহিম



ভীরু কাপুরুষের দল

আর কত কাল

মুখ লুকিয়ে থাকবি

নেই তোদের দূঢ় মনোবল?



আর কতকাল পৃষ্ট হবি

অন্যায়ের যাতা কলে,

আর কত আড়ষ্টতায় দিন কাটাবি

প্রহেলিকার ছলে।



ভীরু কাপুরুষের দল

আর কত কাল

মুখ লুকিয়ে থাকবি

নেই তোদের দূঢ় মনোবল?



ভীর কাপুরুষের দল

স্থূল বুদ্ধি নিয়ে আর চলিস নে,

জ্বল...রে জ্বল

অগ্নি হয়ে জ্বল?

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.