চুমু নিয়ে কবিতা।চুমু নিয়ে সেরা কবিতা।কপালে চুমু কবিতা

 


তোমার ভালবাসার মানুষটা যখন তোমার সামনে শাড়ি পড়া, তার পেছনে দাঁড়িয়ে আঁচল সরিয়ে পিঠে একটা চুমু খাওয়ার মানে জানো? তোমার চুমু তাকে বলে দিচ্ছে তুমি তার ভরসা।  তোমার ঠোঁট তার পিঠ ছুতেই সারা শরীর কেঁপে উঠবে। সে জানবে তার সামনে হাজার বাঁধা এলেও তার পিঠের উপর তোমার নিশ্বাস আছে। এক রাশ ভরসা দিয়ে তুমি তাকে আগলে রেখেছ।আজকে আমরা পড়বো চুমুর সেরা কবিতা গুলো....

নিষিদ্ধ চুমু
ফাইয়াজ ইসলাম ফাহিম


নিষিদ্ধ চুমু দিবো তোমার ঠোঁটে

চুমুর চুম্বক লাগাবো,

তোমায় বারংবার রাগাবো

আন্দোলিত করবে তোমার তনু- মন।

.

একটি নিষিদ্ধ চুমু দিতে চাই হে প্রিয়সী

ভালবাসার রঙ্গ আছে সেই চুমুতে,

একটি নিষিদ্ধ চুমুর পরশে

দিনমান চাইবে মম কোলে ঘুমাতে।

.

দিব কি তোমার ঠোঁটে নিষিদ্ধ একটি চুমু

নিষিদ্ধ চুমুর স্বাদ নিতে দাও

তোমার নাসিকা কে,

বুঝতে দাও একটি নিষিদ্ধ চুমুর স্বাদ কত


হে প্রিয়সী নিষিদ্ধ একটি চুমুতে তুমি মাতোয়ারা হবে

ভালবাসার নীল ঘুড়ি উড়াবে নীলিমার বুকে,

দিবো কি একটি নিষিদ্ধ চুমু

তুমি কি রাজি নিষিদ্ধ চুমুর পরশ পেতে?


চুমু দিতে চাই
ফাইয়াজ ইসলাম ফাহিম


যে চুমুতে মনে ভালবাসা জন্মে

মনের কালিমা লোপ পায়

মনের সরোবরে প্রেম পদ্ম ফোঁটে,

সেই রকম একটি পাওয়ারফুল

একটি চুমু দিতে চাই।


যে চুমুতে তুমি দিনমান আমায়

স্মরণ করবে,

ঠিক সেই রকম একটি চুমু দিতে চাই

তোমার রক্তিম ঠোঁটে।


যে চুমুতে তুমি তোমার

আত্মার কাছে হেরে যাবে ঠিক

সেই রকম একটি চুমু দিতে চাই।


যে চুমুতে তোমার মস্তিষ্কে

ভালবাসা ঝড় বইবে

ঠিক এমন একটি চুমু দিতে চাই,

যে চুমুতে তোমার ভালবাসার আয়ু বাড়বে

ঠিক সেই রকম একটি চুমু দিতে চাই।


যে চুমুতে তোমার- আমার

মিলন হবে,

ঠিক সেই রকম একটি

রোমান্টিক চুমু দিতে চাই?

 

খালি চুমু চুমু চুমু

খালি চুমু চুমু চুমু

এত চুমু খেতে চাও কেন?

প্রেমে পড়লেই বুঝি চুমু খেতে হয়!

চুমু না খেয়ে প্রেম হয় না?

শরীর স্পর্শ না করে প্রেম হয় না?

মুখোমুখি বসো,

চুপচাপ বসে থাকি চলো,

কোনও কথা না বলে চলো,

কোনও শব্দ না করে চলো,

শুধু চোখের দিকে তাকিয়ে চলো,

দেখ প্রেম হয় কি না!

চোখ যত কথা বলতে পারে,

মুখ বুঝি তার সামান্যও পারে!

চোখ যত প্রেম জানে,

তত বুঝি শরীরের অন্য কোনও অঙ্গ জানে!

"চোখ"

- তসলিমা নাসরিন

তোমার কপালে চুমু  

তুমি শীতের সকালে ঘাসের শরীরে

জড়িয়ে থাকা বৃন্দু জল

ডুবি তোমার সাগরে নিবির আতলে পাইনা খুজে সমতল 

তুমি দিনরাত্রি মোর একাকার করেছো 

ঘুম লাগা চোখ আদরে ভরেছো

এখন তুমি, তুমিই সবখানে 

কতটা নিরুপায় আমি দূরে দূরে তুমি

বিধাতাই জানে

কত ঘুমঘুম চোখে নিঃসঙ্গ বুকে

খুজেছি সন্ধ্যা-সকালে 

কত আদরে জমেছে ওই তারারাও নেমেছে নিয়ে শত চুমু তোমার কপালে

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.