বোরকা নিয়ে কবিতা । মানবতার কবিতা। ধর্ম নিয়ে কবিতা । নগ্ন কবিতা । বেহশত নিয়ে কবিতা

বোরকা নিয়ে কবিতা । মানবতার কবিতা। ধর্ম নিয়ে কবিতা । নগ্ন কবিতা 

ধর্মটা মানুষের বড় শত্রু
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ধর্মটা মানুষের বড় শত্রু
জানে না কেউ,
ধর্ম রোগে আক্রান্ত হয়ে
একে-অপররের সঙ্গে করি ঘেউ ঘেউ।

কেউ আমরা মন্দির ভাঙ্গি
কেউ ভাঙ্গি মসজিদ,
মানুষ হয়ে মানুষের ক্ষতি করি
দেখি ধর্মের হার-জিত।

ধর্মের বর্ম পরে
মানুষে মানুষ করি লড়াই,
আসলে আমরা কি মানুষ
কোন গুণে করি মনুষ্যত্বের বড়াই?

নিজ ধর্ম কে শ্রেষ্ঠ করতে
আমরা মানুষ ব্যস্ত,
এসো বিধর্মী মারি, নাস্তিক মারি
তবে-ই ধর্ম আমাকে স্বর্গে করবে ন্যস্ত...


উগ্রতা ধর্মে হয় চাষ
- ফাইয়াজ ইসলাম ফাহিম

উগ্রতা ধর্মে হয় চাষ
উগ্রতার জন্য মানুষ হচ্ছে নাশ।
উগ্রতা বন্ধ করো
ধর্মে কিংবা কর্মে
উগ্রতা শেষ করবে মানুষ কে
লেখা আছে তার সারমর্মে।

উগ্রতা কে সঙ্গে নিয়ে হয় না
কেউ সফল,
উগ্রতা মানুষ খায়
দেখাও না আর উগ্র বল।

উগ্রতা ছড়িয়ে
মানুষের করো না ক্ষতি,
উগ্রতা একদিন তোমাকে-ও খাবে
থাকবে না তোমার মনুষ্য জ্যোতি...


বোরকা পরা নিষিদ্ধ করো হে নারী
- ফাইয়াজ ইসলাম ফাহিম

বোরকা পরা নিষিদ্ধ করো হে নারী
বোরকা যে তোমার স্বাধীনতা নিচ্ছে কাড়ি,
বোরকার তলে তোমার স্বপ্ন করছে হাঁসফাঁস
বোরকা খুলে ফেলে দাও
তোমার স্বপ্ন গুলো কে দাও বিশুদ্ধ বাতাস....


নারী বেহেশত
- ফাইয়াজ ইসলাম ফাহিম

নারী বেহেশত
নারীতে সকল শান্তি মেলে,
নারী আছে বলেই
এই পৃথিবী চলে....

বেহেশতের আশে মসজিদ করি বাহারি রঙ
- ফাইয়াজ ইসলাম ফাহিম

বেহেশতের আশে মসজিদ করি বাহারি রঙ্গ
গরিব অসহায় না খেয়ে মরে হয়ে সঙ,
আমরা মুসলিম বেহেশতের লোভে বিভোর
করছি না তো স্রষ্টার সাথে মেকি ঢঙ্গ?


আস্তিক নাস্তিক পার্থক্য
- ফাইয়াজ ইসলাম ফাহিম

তোমরা আস্তিক
ধর্ম নিয়ে করো লড়াই,
ধর্ম -ধর্মে সংঘাত করো
মানুষ মেরে করো ধর্মের বড়াই।

তোমরা আস্তিক
বিভিন্ন ধর্মে তোমাদের বিচরণ,
নিজের ধর্ম প্রকৃত বলে
ধর্মে ধর্মে যুদ্ধ করে সহস্র মানুষের নিশ্চিত করো মরণ।

তোমরা আস্তিক অধিক
তোমাদের বিশ্বাস,
কেউ তোমাদের
বানোয়াট বললে মারামারি করে বন্ধ করে
দাও তার নিঃশ্বাস।

তোমরা আস্তিক
পরকাল নিয়ে করো নাচানাচি,
যে পরকার বিশ্বাস করে
সে তোমাদের কাছে শুচি...

তোমরা আস্তিক নিজেদের ভাবো শ্রেষ্ঠ
কেউ ধর্ম বিশ্বাস না করলে
তাদের বলো নিকৃষ্ট।

তোমাদের আস্তিকের গুণ মানুষ খুন
আর নাস্তিকের গুণ
মানুষ কে রক্ষা করা
মানুষের মাঝে মনুষ্যত্ব জাগ্রত করা
ধর্ম রোগী মানুষ কে সুস্থ করা....


আমি অশ্লীল কবিতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

আমি অশ্লীল কবিতা
তোমাকে সুখ দেই চরম সুখ ,
আমাকে পড়ে নিজের
যৌবনময় ভালবাসাকে উজ্জীবিত করো।

আর আমাকে গালি দাও
নষ্ট কবিতা, নিষিদ্ধ কবিতা, অশ্লীল কবিতা
আচ্ছা আমাকে যদি না পড়তে
তোমার যৌবনময় ভালবাসা কি
সুখ পেতো?

আমাকে পড়েই তোমার
যৌবন, ভালবাসা সচল,
আর আমাকে বলিস অচল
বাহ্ রে আমার পাঠক
তুমি যাই বলো
আমি জ্বালিয়েছি তোমার মনে যৌবন,ভালবাসার আলো....


ধর্ম অসুর
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ধর্ম অসুর মানুষের মস্তিষ্ক
খেয়েছে,
মানুষের মস্তিষ্কে
ধর্ম অসুর ভীতি ঢুকিয়ে দিয়েছে।

ধর্ম অসুর মানবতা
কে করেছে খণ্ড,
ধর্মীয় উন্মাদনায়
মানুষ কে দিচ্ছে অলীক দণ্ড।

ধর্ম অসুর মানুষের
মাঝে সৃষ্টি করেছে বিভাজন,
ধর্ম অসুর
কখনো মানুষের নয় আপন...


ধর্ম ব্যবসা চলছে
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ধর্ম ব্যবসা চলছে
কঠিন হৃদয় গলছে,

ধর্ম ব্যবসা চলছে
সাম্প্রদায়িক বাজারে আগুন জ্বলছে।

ধর্ম ব্যবসা চলছে
রাজনৈতিক দল ধর্ম কে দলে দলে দলছে,
ধর্ম ব্যবসা চলছে
বাক স্বাধীনতায় বিরূপ প্রভাব ফেলছে।

ধর্ম ব্যবসা চলছে
ধর্ম ব্যবসায়ী মৌলভী,পুরোহিত,বৌদ্ধ ভিক্ষুক, আচার্যের
পেট ফুলছে।

ধর্ম ব্যবসা চলছে
ধর্মান্ধ অনুসারী
ধর্মের নেশায়
দুলছে
ধর্ম ব্যবসা চলছে.....

Post a Comment